ইরান ও কাজাখস্তানের মধ্যে সাংস্কৃতিক চুক্তি সই
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০১৭
ইরান ও কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একটি চুক্তি সই করেছে। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহারনে এই চুক্তি সই হয়।
চুক্তিটি সই করেন কাজাখস্তানের সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়া মন্ত্রী আরিস্টানবেক মুহামেদিউলি ও ইরানের ইসলামি সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার (আইসিআরও) প্রধান আবুজার ইব্রাহিমি-তোরকামান।
স্বাক্ষর অনুষ্ঠানে ইব্রাহিমি-তোরকামান বলেন, ‘মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে ইরানের সঙ্গে কাজাখস্তানের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত রয়েছে। বন্ধুপ্রতীম ও ভ্রাতৃত্বপূর্ণ দেশটি মধ্য এশিয়ার অন্যতম বড় ও প্রভাবশালী দেশ বলে উল্লেখ করেন তিনি।
আইসিআরও প্রধান আরও বলেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর একেবারে শুরুর দিকে কাজাখস্তানের স্বাধীনতাকে যেসব দেশ স্বীকৃতি দিয়েছে ইরান তার অন্যতম। তখন থেকেই দুদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।সূত্র: ইরান ডেইলি।