ইরান-আফগানিস্তান বাণিজ্য স্বাভাবিক অবস্থায় ফিরেছে
পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২১
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সৈয়দ রুহুল্লাহ লাতিফি জানিয়েছেন, গত দেড় মাস যাবত ইরান ও আফগানিস্তানের মধ্যকার মন্থর হয়ে পড়া বাণিজ্য প্রবণতা ফের স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বুধবার তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, আফগানিস্তানে সাম্প্রতিক অস্থিরতা সত্বেও গত দেড় মাস দেশটির সাথে বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। তবে মাহিরুদ সীমান্তে ২৪ ঘণ্টারও কম সময়, দোঘারুন সীমান্তে তিন দিনের কম সময় ও মিলাক সীমান্তে ৫দিনেরও কম সময় বাণিজ্য বন্ধ ছিল।
লাতিফি জানান, আফগানিস্তানে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরানি ব্যবসায়ী ও বণিকরা প্রতিবেশী দেশটিতে কিছু দিনের জন্য রপ্তানির পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেন। সৌভাগ্যক্রমে আফগানিস্তানের সাথে থাকা তিন সীমান্তে বিগত কয়েক দিনে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বর্তমানে এসব সীমান্তে বাণিজ্য স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।