সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ৯০ হাজার বিদেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ

পোস্ট হয়েছে: জুন ২০, ২০২১ 

news-image

ইরানের বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৯০ হাজার বিদেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের অ-ইরানি শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রধান ফরিদ রাহিমি এই তথ্য জানান। তিনি বলেন, ইরানে বর্তমানে ৫৭ হাজার বিদেশি ছাত্রছাত্রী পড়ালেখা করছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি নেয়ার সক্ষমতা রয়েছে।

ইরানের ষষ্ঠ পঞ্চবার্ষিকী জাতীয় উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২১) অনুযায়ী, ইরানি বিশ্ববিদ্যালয়গুলো ৭৫ হাজার বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে পারবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়। শনিবার ইরনা এই খবর দিয়েছে।

রাহিমি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সক্ষমতা রয়েছে। এজন্য যথাযথ শিক্ষাগত অবকাঠামো তৈরি, কূটনীতির সম্প্রসারণ ও উপযুক্ত প্রচার প্রয়োজন। সূত্র: তেহরান টাইমস।