ইরানে হযরত ইমাম হাসান (আ)’র পবিত্র জন্মবার্ষিকী পালন
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২২
১৫ রমজান বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র বড় নাতি হযরত ইমাম হাসান (আ.)’র পবিত্র জন্মবার্ষিকী পালিত হলো ইরানে। বেহেশতের যুবকদের সরদার ইমাম হাসান (আ) এর জন্মদিনের এই শুভ অনুষ্ঠানটি সারা দেশে পালন করে ইরানিরা।
ইমাম হাসান (আ) এর জন্ম হয়েছিল মদিনায় হিজরি তৃতীয় সনে ও শাহাদাত বরণ করেন হিজরি ৫০ সনে। মুসলিম বিশ্বের যোগ্য ইমাম হিসেবে তাঁকে গড়ে তুলেছিলেন তাঁরই নানা মহানবী (সা.), পিতা আমিরুল মু’মিনিন আলী (আ.) ও মা হযরত ফাতিমা (সালামুল্লাহি আলাইহা)। ইমাম হাসান(আ.)’র ক্ষমাশীলতা, পরোপকারিতা, ধৈর্য ও সহনশীলতা শত্রুদেরও মুগ্ধ করত।মারওয়ান হাকাম এই মহান ইমামকে সব ধরনের কষ্ট দিয়েছে ও বিরক্ত করেছিল। কিন্তু ইমামের শাহাদতের পর মারওয়ান তাঁর জন্য কাঁদতে বাধ্য হয়েছিল এবং ইমামের জানাজার মিছিলেও অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।