ইরানে শিশুদের প্রথম পর্যটন কোম্পানির যাত্রা শুরু
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২০
ইরানে শিশুদের বিশেষ সাংস্কৃতিক পর্যটন পরিচালনায় প্রথম কোম্পানির যাত্রা শুরু হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ইয়াজদ নগরীতে কোম্পানিটির অভিষেক হয়েছে। অধিক হারে শিশুদের মনোযোগ আকর্ষণ ও তাদের খুশি করার লক্ষ্য নিয়ে বিশেষ এই পর্যটনের যাত্রা শুরু হয়েছে।
শনিবার ইয়াজদ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের কর্মকর্তা মরিয়ম নাবিজাদেহ জানান, শিশুদের বেশি বেশি মনোযোগ আকৃষ্ট ও তাদের খুশি করতে চার বছর আগে শিশুদের পর্যটন প্রকল্প শুরু হয়। খবর আইএসএনএ এর।
গত জুনে তিনি বলেন, শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ নির্মাতা। দৈনন্দিন জীবন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিষয়গুলো অধিকতর সযত্নে ও সাবধানে নেয়া উচিত।
ইয়াজদকে দেশের শিশুদের পর্যটনের রাজধানী হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই ধরনের পর্যটন অর্থনৈতিক ভাবে কাজে লাগানোরও সুযোগ রয়েছে। এটা অনেক অবকাঠোমো সমৃদ্ধ করতে পারে, বাড়াতে পারে পর্যটন আকর্ষণ। সূত্র: তেহরান টাইমস।