ইরানে ব্যাংকগুলোকে সুদমুক্ত বিবাহ ঋণ দেয়ার নির্দেশ
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৬
ইরানে ব্যাংকগুলোকে প্রতিমাসে অন্তত দেড় লাখ সুদমুক্ত বিয়ে ঋণ দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত ২২ জুলাই থেকে এ নির্দেশ ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে বলা হয়েছে। ইরানে তরুণ তরুণীদের বিয়ের ওপর বেশ গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। এজন্যে তরুণ প্রজন্ম যাতে বিয়ে করতে গিয়ে কোনো আর্থিক সমস্যায় না পড়ে, এ বিষয়টি বিবেচনা করে এধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশাবলি দেয়া হয়।
এখন থেকে প্রতি দুই মাস অন্তর ব্যাংকগুলো বিয়ে ঋণ দিচ্ছে কি না তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। ইরানে বিয়ে ঋণের পরিমাণ হচ্ছে দুই হাজার ৮’শ মার্কিন ডলার। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন