ইরানে বিশ্বখ্যাত কবি শেখ সাদী দিবস উদযাপন
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২০
বিশ্বখ্যাত ইরানি কবি শেখ সাদীর স্মরণে বরাবরের মতো এবারও জাতীয় স্মৃতি দিবস উদযাপন করলো ইরান। ফারসি সাহিত্যে নীতিশাস্ত্র বা নীতিসাহিত্য রচনার এই উজ্জ্বল নক্ষত্র ১২০০ সালের দিকে শিরাজে জন্ম গ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১২৯২ সালে।
শেখ সাদী ছিলেন একজন সুস্পষ্টভাষী যার পুরো নাম আবু-মুহাম্মাদ মুছলেহ উদ্দিন আব্দুল্লাহ সাদী শিরাজি। মধ্যযুগে ইরানের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম যিনি ফেরদৌসির পর ফারসি সাহিত্যের সুন্দর আকাশকে নিজ আলো দ্বারা উজ্জ্বলতর করেছেন এবং যিনি শুধু ইরানেরই নন বরং বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাকপটু লেখকদের মধ্যে অন্যতম।
শেখ সাদী ফারসি সাহিত্যের ইতিহাসে একজন মরমী এবং রূপকবিজ্ঞানী হিসেবে সমাদৃত। অসাধারণ মানসম্মত লেখনীর জন্য বিশ্বব্যাপী পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। মানবতার কবি শেখ সাদীর সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতা বিস্মিত করেছে সবাইকে।
প্রাচীন এই পন্ডিত ফারসি ভাষাভাষী দেশগুলোর গণ্ডি পেরিয়ে পশ্চিমা সমাজসহ বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। বিশ্বব্যাপী বহু লেখনীতে উদ্ধৃত করা হয় তার পঙক্তিকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।