সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিলুপ্তপ্রায় লাল বল্গা হরিণ টিকিয়ে রাখার উদ্যোগ

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০১৬ 

news-image

সম্প্রতি ইরানের মাজানদারান প্রদেশের সেমেসকান্দেহতে লাল বল্গা হরিণের চারটি বাচ্চা জন্ম নিয়েছে। ধারণা করা হচ্ছে এর ফলে এই প্রজাতির হরিণ যা দ্রুত হ্রাস পাচ্ছে তা টিকিয়ে রাখা সম্ভব হবে। লাল বল্গা হরিণ ইরানের প্রাচীন প্রাণীদের অন্যতম। এবং প্রাণিটি বিলুপ্তপ্রায় বলে তা টিকিয়ে রাখার বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। কাস্পিয়ান সাগরের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে উত্তর খোরাসান প্রদেশে লাল বল্গা হরিণের দেখা মেলে।

বন্যপ্রাণী আশ্রয়স্থলে এধরনের ২১টি লাল বল্গা হরিণ রয়েছে। তবে অবৈধ শিকারের ফলে লাল বল্গা হরিণ বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে হারিয়ে যাচ্ছে। বনায়ন কমে যাওয়াও এধরনের হরিণ হ্রাস পাওয়ার আরেকটি কারণ। এছাড়া লাল বল্গা হরিণের বাচ্চা হতে অন্তত সাড়ে আট মাস সময় লাগে। সাধারণত মাদি হরিণ একটি বাচ্চা দিয়ে থাকে। ইরানের সারি এলাকার এক বনকর্মকর্তা বাহরাম ফাগানি জানান, গত কয়েক বছরে লাল বল্গা হরিণের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন