শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ফ্রি স্টাইল লিগ ১ অক্টোবর শুরু

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২০ 

news-image

ইরানের ফ্রিস্টাইল রেসলিং লিগ আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। লিগের প্রথম রাউন্ডের স্বাগতিক হিসেবে থাকবে তেহরান।

রোববার ইরানের রেসলিং ফেডারেশন সদরদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিযোগিতা শুরুর তারিখ নির্ধারণ করা হয়।  বৈঠকে ইরানের ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফ্রি স্টাইল লিগের প্রথম রাউন্ড তেহরানে ১ অক্টোবর থেকে শুরু হবে। তবে সকল দলকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অন্যদিকে, আইডাব্লিউএফ কর্তৃপক্ষ ২০২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ঘোষণার পর দ্বিতীয় লিগের রাউন্ডের তারিখ নির্ধারণ করা হবে। পাঁচ দলের দু্টি গ্রুপে মোট দশটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়া গ্রেকো-রোমান লিগে ১১টি দল অংশ নেবে। তবে ইভেন্টটি শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।