ইরানে প্রোস্টেট ক্যান্সারের জন্য রেডিওফার্মাসিউটিক্যাল উন্মোচন
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৪
ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) প্রোস্টেট ক্যান্সারের জন্য আধুনিক ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল উন্মোচন করেছে৷
রবিবার এইওআই প্রধান মোহাম্মদ ইসলামি এবং স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহির উপস্থিতিতে খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম খাতে জ্ঞানভিত্তিক পণ্যের দ্বিতীয় প্রদর্শনীতে ঔষধি রেডিওকম্পাউন্ডটি উন্মোচন করা হয়।
পার্স-টেক্টো-পিএসএমএ নামে নতুন রেডিওফার্মাসিউটিক্যালটি উম্মোচন করেছে পার্স আইসোটোপ কোম্পানি।
দেশীয় বিশেষজ্ঞদের প্রথমবারের মতো সংশ্লেষিত এবং প্রণয়ন করা কিটটি এসপিইসিটি (সিঙ্গেল ফোটন ইমিশন কম্পিউটেড টমোগ্রাফি) নামক একটি নতুন ইমেজিং পদ্ধতি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং আরও বেশি সাশ্রয়ীভাবে প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের করতে সক্ষম। সূত্র: মেহর নিউজ