মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে প্রথম দেশীয়ভাবে তৈরি ইসিটি ক্যান্সার-চিকিৎসা যন্ত্রের উন্মোচন

পোস্ট হয়েছে: মে ২৭, ২০২৫ 

news-image

ইরানে দেশীয়ভাবে তৈরি ইলেক্ট্রোকেমোথেরাপি (ইসিটি) যন্ত্রের প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধানের অংশগ্রহণে সোমবার রাজধানী তেহরানে এই প্রোটোটাইপের উম্মোচন করা হয়।

ইসিটি একটি নিরাপদ লক্ষ্যবস্তুযুক্ত ক্যান্সার চিকিৎসা। এটি ক্যান্সার ধ্বংস করতে বৈদ্যুতিক পালসের সাথে খুব কম মাত্রার কেমোথেরাপি ব্যবহার করে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে অবস্থিত একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানির বিশেষজ্ঞরা ইরানে ইলেক্ট্রোপোরেশন (ইসিটি) ডিভাইসের প্রথম জাতীয় উৎপাদন লাইন চালু করতে সফল হয়েছেন।

প্রথম দেশীয় ইলেক্ট্রোকেমোথেরাপি অ্যাবলেশন সিস্টেম (ক্যান্সার টিউমারের লক্ষ্যবস্তুযুক্ত চিকিৎসার একটি নতুন পদ্ধতি) উৎপাদন লাইনকে একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রযুক্তিগত জ্ঞানের উপর নির্ভর করে এবং আন্তর্জাতিক মান ব্যবহার করে তৈরি করা যন্ত্রটি ইরানকে ক্যান্সার চিকিৎসায় উন্নত প্রযুক্তির দেশগুলির কাতারে নিয়ে এসেছে।

সূত্র: মেহর নিউজ