বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পালিত হল ওমর খৈয়াম জাতীয় দিবস

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২৩ 

news-image

প্রখ্যাত ইরানি কবি, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের স্মরণে জাতীয় দিবস পালিত হলো ইরানে। ১৭ মে বিখ্যাত এই গণিতবেত্তার জন্মদিবস পালন করা হয়। দিবসটি ইরানে একটি তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

পারস্য এই মহাকবির পুরো নাম গিয়াসউদিন আবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরি। ১০৪৮ খ্রিস্টাব্দের ১৭ মে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর ওমর খৈয়াম যুবক বয়সে সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ওমর খৈয়াম শুধু কবিই ছিলেন না, মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। ইসলামি বর্ষপঞ্জি সংস্কারেও তার অবদান রয়েছে। তিনি বীজগণিতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘ট্রিট্রিটজ অন ডেমোনস্ট্রেশন অব প্রবলেম অব অ্যালজেব্রা’ লিখেছেন। একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তিনি জালালি ক্যালেন্ডার প্রস্তুত করেন। এটি সুনির্দিষ্ট ৩৩ বছরের চক্রের একটি সৌর ক্যালেন্ডার। এটি পরে বেশ কয়েকটি ক্যালেন্ডার তৈরির ভিত্তি হয়ে ওঠে।

১১৩১ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওমর খৈয়াম।নিশাপুরে ওমরের সমাধি দেখতে অনেকটা তাঁবুর মতো। তার কয়েকটি বিখ্যাত কবিতা সেখানে উৎকীর্ণ করা আছে।

প্রতিবছর জাতীয় ওমর খৈয়াম দিবস উদযাপনে নিশাপুরে কবির সমাধিতে সাহিত্যিক ও পণ্ডিতরা সমবেত হন। এছাড়া দেশ ও দেশের বাইরে বহু স্থানে দিবসটি পালন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।