শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে নয়টি জাতীয় ম্যাক্রো প্রযুক্তি প্রকল্পের উদ্বোধন

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২১ 

news-image

ইরানে উচ্চ প্রযুক্তিগত জটিলতা এবং কৌশলগত গুরুত্বের সাথে চালু হয়েছে নয়টি জাতীয় ম্যাক্রো প্রযুক্তি প্রকল্প। দেশটির মেডিকেল সরঞ্জাম, কৃষি ও জ্বালানি ক্ষেত্রে চাহিদা পূরণ করতে প্রথমবারের মতো বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো সংশ্লিষ্ট পণ্যগুলোর বাণিজ্যিকীকরণে সফল হয়েছে। সোমবার বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানি বিশেষজ্ঞদের সাহায্যে এসব পণ্যের উৎপাদন স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের কৌশলগত চাহিদা পূরণ করছে।

২১ জুন পর্যন্ত গত তিন বছরে ইরানে দেশব্যাপী ১৪১টি জাতীয় ম্যাক্রো প্রযুক্তি প্রকল্প চালু হয়েছে। ‘সেন্টার ফর ন্যাশনাল ম্যাক্রো টেকনোলজি প্রজেক্ট’ এই তথ্য জানায় । সূত্র: তেহরান টাইমস।