ইরানে নারীদের কার র্যালি
পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০১৬
প্রথমবারের মত ইরানে নারীদের জন্যে কার র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানে আগামী ২৩ থেকে ২৮ আগস্ট এ র্যালিতে ড্রাইভিং লাইসেন্স আছে এমন সকল নারী এ ইভেন্টে অংশ নিতে পারবেন। নারীদের গাড়ি চালনায় দক্ষতা যাচাই ছাড়াও পর্যটকদের আকর্ষণ করা ও নারীদের গাড়ি চালনায় সক্ষমতা যাতে আরো বৃদ্ধি পায় সেজন্যে এধরনের আয়োজন করা হয়েছে। গাড়ি চালানোর লাইসেন্সধারী সকল ইরানি নারী একজন ম্যাপ রিডারসহ এ আয়োজনে অংশ নিতে পারবেন।
এ কার র্যালি তেহরানের সা’দাবাদ টুরিজ্যম কমপ্লেক্স থেকে শুরু হয়ে আলবোর্জ ও কাজভিন প্রদেশ হয়ে জানজান শহরে গিয়ে শেষ হবে। নারী দর্শকরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাদের জন্যে সা’দাবাদ কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস