মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে চলছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা; কামান বিভাগে স্বাগতিকদের জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২১ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ইস্ফাহানে কামান বিভাগে ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট প্রথম স্থান অধিকার করেছে।

এই ইভেন্টে উজবেকিস্তানের সামরিক ইউনিট দ্বিতীয়, রাশিয়া তৃতীয় ও ভিয়েতনাম চতুর্থ হয়েছে।

ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন অযার বলেছেন, ইরানের সামরিক টিম শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করে প্রথম হয়েছে। প্রতিযোগিতার আগে ইরানি টিমের সদস্যরা প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করেছে বলে তিনি জানান।

উজবেকিস্তান, রাশিয়া এবং ভিয়েতনামের টিমও অত্যন্ত ভালো করেছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সামরিক কর্মকর্তা আরও বলেন, আন্তর্জাতিক বিচারকরা ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন এবং নিরপেক্ষতার সঙ্গে তাদের রায় ঘোষণা করেছেন।পার্সটুডে