সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে করোনায় আরো ৪১৯ জনের মৃত্যু

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রাণঘাতী করোনভাইরাসের মহামারিতে গত ২৪ ঘণ্টায় আরো ৪১৯ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি একথা জানান।

তিনি জানান, নতুন করে আট হাজার ৪৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন; এর মধ্যে দুই হাজার ৮৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদাত লারি বলেন, এ পর্যন্ত ইরানে মোট ছয় লখ ৪৬ হাজার ১৬৪ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে পাঁচ লাখ ৪০০ ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এর বাইরে ইরানে পাঁচ হাজার ৪২৬ জন করোনা রোগীর অবস্থার মারাত্মক।

সাদাত লারি জানান, তার দেশে এ পর্যন্ত পাঁচ লাখ ৭৩ হাজার ৩৪ ব্যক্তিকে কোরোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। পার্সটুডে