ইরানে এক দশকে বৈজ্ঞানিক সমিতি বেড়েছে ২৩ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২৪
বিজ্ঞানের অন্যতম স্তম্ভ হিসেবে দেখা হয় বৈজ্ঞানিক সমিতিগুলোকে। গেল এক দশকে ইরানে বৈজ্ঞানিক সমিতির সংখ্যা বেড়েছে প্রায় ২৩ শতাংশ। ইরানি বছর ১৩৯২ (২০১৩-২০২৪) সালে দেশটিতে এসব সমিতির সংখ্যা ছিল ৩২২টি। এই সংখ্যা বেড়ে গত ফারসি বছর (১৯ মার্চ যা শেষ হয়েছে) ৩৯৬টিতে দাঁড়িয়েছে। যা আগের তুলনায় ২২ দশমিক ৯ শতাংশ বেশি।
এই সময়ে আন্তঃবিভাগীয় এবং মানবিক সমিতিগুলির সংখ্যা সর্বোচ্চ বেড়েছে। এক দশকের মধ্যে আন্তঃবিষয়ক এবং মানবিক সমিতির সংখ্যা ৫০ এবং ১০২ থেকে বেড়ে যথাক্রমে ৮৫ এবং ১৪২ হয়েছে। খবর ইরনার
তেহরান টাইমসের খবরে বলা হয়, বৈজ্ঞানিক সমিতিগুলি সর্বদা জ্ঞান জ্ঞান উৎপাদন এবং বৈজ্ঞানিক উন্নয়ন অর্জনে একটি অপরিহার্য ভূমিকা পালন করেছে।
রাজনৈতিক, জাতিগত, ধর্মীয় এবং যৌন সীমানা ছাড়িয়ে প্রতিষ্ঠানগুলোর মূল ভিত্তি হচ্ছে এসব সমিতি।
প্রতিবেদনে আরও বলা হয়, গণতন্ত্র বিশ্বের চাহিদা এবং মানবিক সংহতি বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক সমিতিগুলি আবির্ভূত হয়েছে। তারা মুক্ত চিন্তা এবং কথোপকথনের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিবেশও তৈরি করেছে। সূত্র: তেহরান টাইমস