ইরানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী সাড়ে চার লাখ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৮
ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তার দেশে প্রতি বছর প্রায় ২৭ হাজার বিদেশি শিক্ষার্থীকে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই সুযোগ করে দিচ্ছে লিটারেসি ম্যুভমেন্ট অরগানাইজেশন।
তিনি আরও জানান, গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর সমন্বয়ে প্রাথমিক স্কুলে ৫ হাজার ৬৬৯জন নথিবহির্ভূত বিদেশি নাগরিককে ভর্তি করানো হয়েছে। এবছর এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এরআগে ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের উপপরিচালক গোলামরেজা কারিমি জানান, দেশটির বিভিন্ন স্কুলে বর্তমানে ৪ লাখ ৫০ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এদের মধ্যে আফগান নাগরিকের সংখ্যাই ৪ লাখ ২০ হাজার। সূত্র: তেহরান টাইমস।