মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৯০ ভাগ শিক্ষার্থীকে টিকাদান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২১ 

news-image

ইরানে দেশব্যাপী ৫৭ লাখ ৩০ হাজার ৫৭৬জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ টার্গেটকৃত ১২ থেকে ১৮ বছর বয়সীদের ৯০ শতাংশকেই টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, তিনি বলেন, এপর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী ৩৫ শতাংশ শিক্ষার্থী উভয় ডোজ টিকা পেয়েছে। ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাাড়াতে দেশব্যাপী মোট ৬৩ লাখ শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন করতে হবে।ওই কর্মকর্তা আরও জানান, রাজধানী শহর তেহরানে ৩৮ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। সূত্র: তেহরান টাইমস।