ইরানের ৫ মিলিয়ন ডলারের ফুল ও চারাগাছ রপ্তানি
পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২০
চলতি ইরানি বছরের প্রথম কোয়ার্টারে (২১ মার্চ থেকে ২২ জুন) ৫ মিলিয়ন ডলারের অধিক মূল্যের ফুল ও চারাগাছ রপ্তানি করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়েদ রুহোল্লাহ লাতিফি বুধবার এই তথ্য জানান।
তিনি বলেন, উল্লিখিত সময়ে বিশ্বের ২৩টি দেশে ইরান ২ হাজার ৩৫৬ টনের অধিক বিভিন্ন ধরনের ফুল ও গাছের চারা রপ্তানি করে। যা থেকে দেশটির আয় হয়েছে ৫৩ লাখ ৩৩ হাজার ৬৬০ ডলার।
এরমধ্যে প্রতিবেশী ইরাক একাই ইরান থেকে ২৩ লাখ ৮৯ হাজার ৬৯৪ ডলারের ১ হাজার ৫৪৩ টন ফুল ক্রয় করেছে। দেশটিকে ইরানি ফুল ও চারাগাছের প্রধান ক্রেতা হিসেবে বিবেচনা করা হয়। এরপরে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে ভিয়েতনাম, নেদারল্যান্ড ও আরমেনিয়া। সূত্র: মেহর নিউজ এজেন্সি।