ইরানের হস্তশিল্প পণ্য রফতানির রেকর্ড
পোস্ট হয়েছে: জুন ৯, ২০১৬
ইরানের হস্তশিল্প পণ্য রফতানি রেকর্ড সৃষ্টি করেছে। এধরনের পণ্য রফতানির পরিমাণ এবছর দাঁড়িয়েছে ১৭ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ৮ লাখ ১১ হাজার ডলার বেশি। তবে এবার ডাচ ট্রেড অর্গানাইজেশন একাই ২ লাখ ৯০ হাজার ডলারের ইরানি হস্তশিল্প পণ্যের অর্ডার দিয়েছে যা ওই ১৭ লাখ ডলারের অতিরিক্ত। তেহরানের মোসাল্লায় গত বছর মে মাসে ৫দিনের হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তবে এ বছর অন্তত ৫৬৭ টি প্রতিষ্ঠান এধরনের উদ্যোগে বেশ সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। ইরানি হস্তশিল্পের ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়ায় উদ্যোক্তাদের ব্যস্ততা বেড়ে গেছে। এমনকি ১৫টি দাতব্য প্রতিষ্ঠানকে আগামী প্রদর্শনীতে ফ্রি স্টল দেয়া হচ্ছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন