বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সংসদ স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হলেন ড. লারিজানি

পোস্ট হয়েছে: মে ৩০, ২০১৮ 

news-image

ইরানের সংসদ ‘মজলিসে শুরায়ে ইসলামি’র স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ড. আলী লারিজানি। স্পিকার চূড়ান্ত করতে আজ (বুধবার) দুই দফায় ভোটাভুটি করতে হয়েছে।

দ্বিতীয় দফা ভোটাভুটিতে লারিজানি ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ রেজা আরেফ পান ১২৩ ভোট। প্রথম দফা ভোটাভুটিতে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় পর্যায়ে গড়ায়।

দ্বিতীয় দফা ভোটাভুটির আগে অপর প্রার্থী হামিদ রেজা হাজি বাবায়ি প্রার্থীতা প্রত্যাহার করে ড. আলী লারিজানির প্রতি সমর্থন ঘোষণা করেন। এর ফলে লারিজানির ভোট বেড়ে যায়।

এ নিয়ে ১১তম বছরের জন্য লারিজানি সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদে প্রতি বছর স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়ে থাকে। এর আগে ড. আলী লারিজানি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। – পার্সটুডে ।