ইরানের শত মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২০
চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ থেকে ২১ ডিসেম্বর) ইরান ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারের মালামাল রপ্তানি করেছে। একই সময়ে দেশটি আমদানি করেছে ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী। অর্থাৎ উল্লিখিত সময়ে ইরানের আমদানির চেয়ে রপ্তানি শত মিলিয়ন ডলার বেশি হয়েছে।
সোমবার ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) চেয়ারম্যান হামিদ জাদবুম এই তথ্য জানান। তিনি বলেন, ‘‘আমরা নয় মাসে ১শ মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত নিবন্ধন করেছি।’’
প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে জাদবুম বলেন, টিপিওআই এর পরিসংখ্যান মতে, ২০১৮ সালে ইরানের ১৫টি প্রতিবেশী দেশ ইরান থেকে প্রায় ১ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলারের তেল-বহির্ভূত পণ্যসামগ্রী আমদানি করে।
ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়নের সাথে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘‘১৫টি প্রতিবেশী দেশের মধ্যে রাশিয়া, আরমেনিয়া ও কাজাখস্তান ইউরেশিয়ার অংশ। আগামী বছর এই তিন দেশের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু হবে। মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় এসব দেশের সাথে আমরা আমাদের ৮৫ শতাংশ বাণিজ্য করতে পারব।
চীন, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং আফগানিস্তান ইরানি পণ্যের শীর্ষ রপ্তানি গন্তব্য। অন্যদিকে, চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত এবং জার্মানি ইরানে পণ্য রপ্তানিকারী শীর্ষ পাঁচটি দেশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।