শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের রোবোকাপ প্রতিযোগিতায় ৯ দেশের অংশগ্রহণ

পোস্ট হয়েছে: মে ৯, ২০২২ 

news-image

ইরানের ১৬তম রোবোকাপ ইরানওপেন প্রতিযোগিতায় (রোবোকাপ ২০২২) বিশ্বের ৯টি দেশের শতাধিক দল অংশ নিয়েছে। গেল শুক্রবার আন্তর্জাতিক এই প্রতিযোগিতার পর্দা নামে।রোবোকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশি দলগুলো হল তুরস্ক, ব্রাজিল, মালয়েশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, আফগানিস্তান, কানাডা এবং উত্তর আমেরিকা। অর্নিথপটার লীগের প্রধান মোহাম্মদ নরুজি এই তথ্য জানান।

রোবোকাপ ইরানওপেন-এর এবারের ১৬তম পর্ব ফুটবল রোবটকে কেন্দ্র করে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ১৩৫টি দল ও ৮০০ জন অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বিতা করে। বুধবার ডক্টর হাবিবি লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টারে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। সূত্র: তেহরান টাইমস।