সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের মৌ-চাষ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

পোস্ট হয়েছে: মে ২৩, ২০২১ 

news-image

সাম্প্রতিক বছরগুলোতে ইরানে মৌ-চাষ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ইরানে নিযুক্ত স্লোভেনিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত এই অগ্রগতির প্রশংসা করেছেন।

২০ মে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত এইচ.ই ক্রিস্টিনা রাডেজ বলেন, বহু চ্যালেঞ্জ সত্বেও ইরানি মৌ-চাষ সমিতি ও পেশাদার সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

তিনি বলেন, মৌ-চাষের বিভিন্ন খাতে স্লোভেনিয়া ও ইরানের মধ্যে সহযোগিতা জোরদার করা হয়েছে। এই খাতে কারিগরি প্রশিক্ষণ, কার্যকর স্বাস্থ্য নিয়ন্ত্রণের বাস্তবায়ন, নতুন জ্ঞানের হস্তান্তর, পদ্ধতি ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।