শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে’

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৬ 

news-image

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে, ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক নামে পরিচিত বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফ’র সর্বশেষ প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত বছর ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪.৩ বিলিয়ন বেড়ে ১২৫.৯ বিলিয়ন ডলারের রেকর্ড স্পর্শ করেছে। অবশ্য চলতি বছরে রিজার্ভের পরিমাণ সামান্য কমে ১২৫.৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

এছাড়া, গত বছর ইরানের জিডিপি ৩৮৭.৭ বিলিয়ন ডলারে থাকলেও চলতি বছরে তা ৩৮৬ ডলারের মধ্যেই থাকবে। এদিকে, ইরানের মুদ্রাস্ফীতির হার ১২ শতাংশ থেকে কমে ৮.৯ শতাংশে এসে দাঁড়িয়েছে।

সূত্র: আইআরআইবি