ইরানের বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০১৯
পুরুষদের ৬৫ কেজি ওজন-শ্রেণির ফাইনাল বুটে ইরানের ইরফান আহাঙ্গারিয়ান রুশ প্রতিপক্ষ ম্যাগোমেদ আব্দুলকাহালিকোভকে পরাজিত করেন, লাভ করেন সোনার মেডেল। এই বিভাগে ব্রোঞ্জ জিতেন ফিলিপাইনের ক্লেমেন্টি তাবুগারা ও উজবেকিস্তানের আকমাল রাখিমোভ। পুরুষদের ৭৫ কেজির ফাইনালে ইউসেফ সাবরি পরাজিত করেন মরোক্কোর সাদ বুজেক্কাকে। এই বিভাগে ব্রোঞ্জ মেডেল লাভ করেন মাকাউয়ের কাই ফেই লঙ ও তিউনিসিয়ার মোহামেদ ধিয়া লাওয়িনি।
৮৫ কেজিতে ভিয়েতনামের ফাম কঙ মিনহকে হারিয়ে স্বর্ণপদক ঘরে তোলেন ইরানি অ্যাথলেট মিলাদ আরেফি। এই বিভাগে ব্রোঞ্জ জিতে লেবাননের জর্জেস সাদে ও জর্ডানের ইয়াহইয়া আল-ফারুক।
এরআগে উশু চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে ইরান তিনটি স্বর্ণপদক জয় করে। সান্দা প্রতিযোগিতার ৬৫ কেজিতে এলাহেহ মানসুরিয়ান, ৭০ কেজিতে শাহারবানু মানসুরিয়ান ও ৭৫ কেজিতে মরিয়ম হাশেমি তিন স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ৭০ কেজিতে ইরানের মোহসেন মোহাম্মাদসেইফি ও ৮০ কেজিতে আলি খোরশিদি সোনার মেডেল জয় করেন।