ইরানের পেট্রোপণ্য রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৪
ইরানের পেট্রোকেমিক্যাল পণ্যের রপ্তানি চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে (মার্চ ২০ থেকে আগস্ট ২১) ১২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মোহাম্মদ রেজভানিফার।
তিনি বলেন, তার দেশ উল্লিখিত পাঁচ মাসে ৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪ দশমিক ৫ মিলিয়ন টন পেট্রোকেমিক্যাল রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক থেকে যা ১২ দশমিক ৫ শতাংশ বেশি।
ইরানের ন্যাশনাল পেট্রোকেমিক্যাল কোম্পানির (এনপিসি) প্রধান বলেছেন, দেশটির পেট্রোকেমিক্যাল আউটপুট বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরে ৮০ মিলিয়ন টনে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
গত মে মাসে, অ্যাসোসিয়েশন অব পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (এপিআইসি) মহাপরিচালক আহমেদ মাহদাভি অভিরি বলেন, ইরানের পেট্রোকেমিক্যাল আউটপুট গত দুই বছরে ১৫ মিলিয়ন টন বেড়েছে। দেশটির বর্তমান পেট্রোকেমিক্যাল আউটপুট ৮২ মিলিয়ন টন ছাড়াবে বলে জানান তিনি।
সূত্র: তেহরান টাইমস