ইরানের পার্স-১ স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তৈরি স্যাটেলাইট ‘পার্স-১’ এর নির্মাণ শেষে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ইরানি মহাকাশ গবেষণা কেন্দ্রে উন্নত প্রযুক্তির স্যাটেলাইটটির চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়। আগামী সপ্তাহে ইরানের মহাকাশ সংস্থাকে এটি সরবরাহ করা হবে।
সোমবার ইরানের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি এ তথ্য জানিয়েছেন। একটি প্রদর্শনীর উদ্বোধনীতে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘পার্স-১’ হচ্ছে ইরানের তৈরি এযাবতকালের সবচেয়ে উন্নত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। ইরানি মহাকাশ গবেষণা কেন্দ্রে এটির চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এ্ই স্যাটেলাইট রাতেও ছবি তুলে তা প্রেরণ করতে পারবে।
পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হওয়ায় এখন তা আগামী সপ্তাহে জাতীয় মহাকাশ সংস্থার কাছে হস্তান্তর করা হবে। এরপরই উৎক্ষেপণের লক্ষ্যে তৎপরতা শুরু হবে। সূথ্র: মেহর নিউজ এজেন্সি।