ইরানের পরিষেবা রপ্তানি বেড়েছে ২০ শতাংশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৪
বিগত ইরানি ক্যালেন্ডার বছর ১৪০২ সালে (যা ১৯ মার্চ শেষ হয়) পর্যটন, ট্রানজিট এবং প্রযুক্তিগত প্রকৌশল সহ ইরানের বিভিন্ন পরিষেবা রপ্তানি প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এক বছরের আগের তুলনায় যা ২০ শতাংশ বেশি। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) একজন কর্মকর্তা এই তথ্য জানান।
টিপিও-এর আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিষয়ক উপপ্রধান মোহাম্মদ-সাদেগ ঘনাদজাদে জানান, ১৪০১ সালে দেশের পরিষেবা রপ্তানির পরিমাণ ছিল ১০ বিলিয়ন মার্কিন ডলার। খবর আইআরআইবির।
ইরানি এই কর্মকর্তার মতে, ইসলামি প্রজাতন্ত্র এর আগের বছরে অন্যান্য দেশে প্রায় আড়াই বিলিয়ন ডলারের প্রযুক্তিগত প্রকৌশল পরিষেবা রপ্তানি করে। সূত্র: তেহরান টাইমস