ইরানের পণ্ডিতদের হাতেই জাতির সমস্যা সমাধানের মূল চাবিকাঠি
পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একাডেমিক সেন্টার ফর এডুকেশন, কালচার অ্যান্ড রিসার্চের (এসিইসিআর) সদস্যদের প্রশংসা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তাদের সহযোগিতার মাধ্যমে তার প্রশাসন দেশের অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে।
শনিবার এসিইসিআরের ৪৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পেজেশকিয়ান বলেন, “আমার এসিইসিআর সদস্য ও পণ্ডিতদের উপর পুরোপুরি আশা রয়েছে যারা দেশের প্রতি যত্নশীল এবং আমার প্রশাসন তাদের উন্মুক্ত বাহুতে স্বাগত জানাবে।”
অনুষ্ঠানের উদ্বোধনকালে ইরানি প্রেসিডেন্ট ইসলামী বিপ্লবের শহীদদের, বিশেষ করে যারা ইসরাইলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি শত্রুর চক্রান্ত প্রতিরোধে ইরানি জনগণের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে বলেন, “ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমাদের জাতির শত্রুরা আমাদের স্থিতিস্থাপকতা এবং অগ্রগতিকে দুর্বল করতে অসংখ্য জটিল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিপ্লবকে লাইনচ্যুত করার চেষ্টায় ২০ হাজারের বেশি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবককে শহীদ করেছে। কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। যদি সেই স্বেচ্ছাসেবকরা আজ একই মনোভাব এবং আন্তরিকতা নিয়ে এখানে থাকত তাহলে আমাদের বর্তমান অনেক সমস্যাই থাকত না। শত্রুরা ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে আমাদের অভিজাতদের কেড়ে নিয়েছে।”
পেজেশকিয়ান দেশকে উদ্ধারে পণ্ডিতদের নির্ণায়ক ভূমিকার উপর জোর দিয়ে বলেন, “এই জাতিকে কেবল সেই পণ্ডিতরাই রক্ষা করতে পারে যাদের মাতৃভূমির সমস্যা সমাধানের জন্য জ্ঞান, ক্ষমতা এবং দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে।” সূত্র: মেহর নিউজ