ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ
পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২৪
ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের সেক্রেটারি এমাদ আহমাদভান্দ বলেছেন, গত ইরানি ক্যালেন্ডার বছরে (যা ১৯ মার্চ শেষ হয়) দেশটির ন্যানো-পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় ১১০ শতাংশ বেড়েছে।
আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়, আহমাদভান্দ জানান, ইরানের উৎপাদকরা উল্লিখিত বছরে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলারের ন্যানো প্রযুক্তি পণ্য রপ্তানি করেছে। এর আগের বছর ২১ মার্চ ২০২২ থেকে ২১ মার্চ ২০২৩ এর মধ্যে দেশটি ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ন্যানো প্রযুক্তি পণ্য রপ্তানি করে।
ইরানি এই কর্মকর্তা বলেন, আগের বছরে ইরানের ন্যানো-পণ্যের মোট মূল্য ছিল ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৯১ শতাংশ দেশীয় বাজারে বিক্রি হয় এবং রপ্তানি করা হয় মাত্র নয় শতাংশ।
আহমদভান্দ আরও জানান, ২০২৩ সালে ইরানে ন্যানো-তৈরি পণ্যের বিক্রি ২০২২ সালের তুলনায় ১০৪ শতাংশ বেড়েছে। সূত্র- তেহরান টাইমস