ইরানের নিরাপত্তা সূচক প্রতিদিনই বাড়ছে: গোয়েন্দামন্ত্রী
পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০১৬
ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, বিশ্বের অন্যান্য স্থানের নিরাপত্তা সূচক নিম্নগামী হলেও তার দেশের নিরাপত্তা সূচক দিন দিন বেড়েই চলেছে।
তিনি আরো বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে নিয়মিত এখানে সেখানে মানুষ মারা যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এর ফলে বোঝা যাচ্ছে সেসব দেশে নিরাপত্তা সূচক কতটা নিচে নেমে গেছে। কিন্তু একই সময়ে ইরানের নিরাপত্তা সূচক বাড়ছে।
এ জন্য ইরানের গোয়েন্দা সংস্থার চৌকস তৎপরতার কৃতিত্ব তুলে ধরে গোয়েন্দামন্ত্রী বলেন, গোয়েন্দাদের বুদ্ধিদীপ্ত আচরণের কারণে যে কোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে আগে ভাগেই জানা যায় এবং অংকুরেই তা নস্যাৎ করে দেয়া হয়। পাশাপাশি পুলিশ, নিরাপত্তা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্য প্রভাবশালী বিভাগগুলোর মধ্যে এ সংক্রান্ত সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। সূত্র: পার্সটুডে