শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের নতুন গভর্নর হেমমাতি

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০১৮ 

news-image

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন আব্দোলনাসের হেমমাতি। চীনে ইরানের রাষ্ট্রদূত হয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু গভর্নর ভালিওল্লাহ সেইফের স্থলাভিষিক্ত হলেন ৬১ বছরের এই প্রখ্যাত ব্যাংকার। ডলারের তুলনায় ইরানের মুদ্রাকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসা ও ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করাই হবে হেমমাতির জন্যে নতুন চ্যালেঞ্জ। তেহরান টাইমস

বুধবার ইরানের মন্ত্রিসভায় হেমমাতিকে গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ইন্সট্রাকটর পদে ছিলেন হেমমাতি। এরপর যোগ দেন সেন্ট্রাল ইনস্যুরেন্স অব ইরানের প্রধান হিসেবে। এছাড়া সিনা ব্যাংক ও ব্যাংক মেল্লির গুরুত্বপূর্পূ পদে দায়িত্ব পালন করেন হেমমাতি।

বুধবার ইরানের মন্ত্রিসভায় প্রেসিডেন্ট হাসান রুহানি ব্যাংকিং খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে ইরানি ব্যাংকগুলোর আর্থিক সম্পর্ক জোরদার, বৈদেশিক মুদ্রা মজুদ আরো শক্তিশালী করার তাগিদ দেন। আগের গভর্নর সেইফের মেয়াদ কালে ডলারের তুলনায় ইরানের মুদ্রার তিনবার অবমূল্যায়ন হয়। সেইফ যখন গভর্নরের দায়িত্ব পান তখন ডলারের বিপরীতে ৩০ হাজার রিয়াল পাওয়া গেলেও এখন তা অবমূল্যায়নে ৯০ হাজার রিয়ালে দাঁড়িয়েছে। – তেহরান টাইমস।