শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের দুগ্ধজাত পণ্য রফতানি বেড়েছে দ্বিগুণ

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০১৭ 

news-image

চলতি ইরানি অর্থবছরের (ফারসি ক্যালেন্ডার) প্রথম দুই মাসে ইরানের দুগ্ধজাত পণ্য রফতানি বেড়েছে প্রায় দ্বিগুণ। বিগত বছরের একই সময়ের তুলনায় এ বছরে রফতানি বেড়েছে ৯২ শতাংশ। ইরানের শুল্ক প্রশাসন প্রকাশিত পরিসংখ্যানে এই চিত্র জানা গেছে।

ইরানের কৃষিমন্ত্রী হাসান রোকনি বলেছেন, গত অর্থবছরের প্রথম দুই মাসে যেখানে ১ লাখ ৩ হাজার টন দুগ্ধজাত পণ্য রফতানি হয়েছে, সেখানে চলতি বছরের একই সময়ে দুগ্ধজাত পণ্য রফতানি হয়েছে ১ লাখ ৯৮ হাজার টন।

তিনি জানান, এসব পণ্য মূলত প্রতিবেশী দেশসমূহ, মধ্য এশিয়া, ইউরোপ ও রাশিয়ায় রফতানি করা হয়েছে।

গত মার্চে ফারস সংবাদ সংস্থার প্রতিবেদনে রোকনিকে উদ্বৃত করে বলা হয়, গত ইরানি বছরে (২০ মার্চ শেষ হয়েছে) ইরান ৮ লাখ ৫০ হাজার টন দুগ্ধজাত পণ্য রফতানি করেছে। এর আগের বছরে রফতানি করেছে ৬ লাখ টন। সূত্র: তেহরান টাইমস।