ইরানের দক্ষিণাঞ্চলে ১৭শ বছরের প্রাচীন চিত্রকর্মের সন্ধান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৪
দক্ষিণ ইরানের ফারস প্রদেশে প্রত্নতাত্ত্বিকদের একটি দল ১৭শ বছরের পুরনো এক সারি চিত্রকর্ম আবিষ্কার করেছেন। প্রদেশের ফিরুজাবাদ থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন শহর গুর থেকে এই চিত্রকর্ম আবিষ্কার করা হয়।
খ্রিস্টীয় ৩য় শতাব্দীর প্রথম দিকের এই উল্লেখযোগ্য আবিষ্কারগুলো সাসানি সাম্রাজ্যের শৈল্পিক ও সাংস্কৃতিক জীবনের নতুন অন্তর্দৃষ্টি তুলে ধরেছে।
সোমবার ফারস প্রদেশের পর্যটন প্রধান মোহাম্মদ সাবেত-ইকলিদি এই আবিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, প্রাচীন শহরের একটি সমাধিস্থলে খনন ও পুনরুদ্ধার কাজের সময় চিত্রকর্মগুলো পাওয়া যায়।
তিনি বলেন, গুরের একটি সমাধিস্থল সংগঠিত ও সুরক্ষিত করার জন্য কাজ করার সময় এই চিত্রকর্মগুলো দুটি সাসানি যুগের কফিনের পৃষ্ঠ থেকে উন্মোচিত হয়।
চিত্রকর্মগুলোতে সেই সময়ের শৈল্পিক ঐতিহ্য এবং সামাজিক রীতিনীতিগুলোর একটি বিরল আভাস পাওয়া গেছে। সূত্র: তেহরান টাইমস