শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের তেল-বহির্ভূত রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ 

news-image

ইরানের ২০ মার্চ ২০২৪ থেকে ২০ জানুয়ারি ২০২৫ এর মধ্যে তেল-বহির্ভূত রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৮ শতাংশ বেশি।

একজন কর্মকর্তা জানান, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১০ মাসে (২০ মার্চ, ২০২৪ থেকে যা শুরু হয়েছে) ইরানের তেল-বহির্ভূত পণ্যের রপ্তানি ১৮ শতাংশ বেড়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফরৌদ আসগারি শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের আবাদান সফরে এই তথ্য জানান।

তিনি বলেন, উল্লেখিত সময়ের মধ্যে দেশটির তেল-বহির্ভূত রপ্তানির মূল্য ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ