ইরানের তেল-বহির্ভূত রপ্তানি বেড়েছে ৬২ শতাংশ
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২৪
ইরানি ক্যালেন্ডারের সপ্তম মাসে (২২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) ইরানের তেলবহির্ভূত রপ্তানি মূল্যের দিক দিয়ে ৬২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য দপ্তরের আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য উন্নয়ন কমিটির মুখপাত্র রুহুল্লাহ লতিফি এই তথ্য জানান।
তিনি আইআরআইবিকে বলেন, ইরান উল্লিখিত মাসে ৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার মূল্যের ১৮ দশমিক ৩৫৯ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্য রপ্তানি করেছে। ওজনের ক্ষেত্রেও রপ্তানি বেড়েছে ৫৮ দশমিক ৬ শতাংশ।
এই মাসে ইরানের শীর্ষ রপ্তানি গন্তব্য ছিল ইরাক। দেশটি ইরান থেকে ২ দশমিক ৭৮ বিলিয়ন ডলার মূল্যের আমদানি করে। এরপরে চীন ১ দশমিক ৪৩৪ বিলিয়ন, তুরস্ক ৯২৫ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৭৮৩ মিলিয়নের বেশি এবং আফগানিস্তান ২৪৯ মিলিয়ন ডলারের আমদানি করে। সূত্র: তেহরান টাইমস