সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেল-গ্যাস থেকে আয় ৪০ ভাগ বেড়েছে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ 

news-image

ইরানের তেল মন্ত্রী জাভেদ ওজি বলেছেন, চলতি ইরানি বছরের প্রথম ১০ মাসে (২১ মার্চ ২০২২- ২০ জানুয়ারি ২০২৩) তেল, প্রাকৃতিক গ্যাস, গ্যাস কনডেনসেট এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে দেশটির আয় ৪০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে।

সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ওজি বলেন, উল্লিখিত সময়ের মধ্যে ৭০ মিলিয়ন ব্যারেল গ্যাস কনডেনসেট রপ্তানি করা হয়েছে। এই খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

এই কর্মকর্তার তথ্যমতে, চলতি বছরের জাতীয় বাজেট বিলে তেল ও গ্যাস রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বছরের শেষ নাগাদ অবশ্যই অর্জিত হবে।

তিনি উল্লেখ করেন, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এনআইওসি) বাজেটের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে ইতোমধ্যে যথেষ্ট তেল ও গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রি করেছে। তবে রাজস্ব সংগ্রহে আরও সময় প্রয়োজন। সূত্র: তেহরান টাইমস।