শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেলবহির্ভুত রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২৩ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (২১ মার্চ ২০২২) শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইরানের তেল বহির্ভূত রপ্তানি ১৯ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ)।

আইআরআইসিএ তথ্য অনুযায়ী, ইরান উল্লিখিত সময়ের মধ্যে ৪৩ দশমিক ০৮৮ বিলিয়ন ডলার মূল্যের ৯৭ দশমিক ৮৪৩ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে। ওজনের দিক দিয়েও দুই শতাংশ রপ্তানি বেড়েছে। ইরনা এই খবর দিয়েছে।

তরল প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত প্রোপেন, মিথানল, তরলীকৃত বিউটেন এবং ফিল্ম-গ্রেড পলিথিন উল্লিখিত সময়ের মধ্যে ইরানের প্রধান প্রধান রপ্তানি পণ্য ছিল।

ইরানি তেল বহির্ভূত পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য ছিল চীন, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভারত। সূত্র: তেহরান টাইমস।