ইরানের চা রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ
পোস্ট হয়েছে: মে ৩, ২০২৩
গত ইরানি ক্যালেন্ডার বছরের তুলনায় ১৪০১ (২০ মার্চ শেষ হয়েছে) সালে ইরানের চা রপ্তানি ৩৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত তথ্যমতে, মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।
আইআরআইসিএ এর তথ্যমতে, ইরান গত বছরে ২৬টি দেশে ৪৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের চা রপ্তানি করেছে।
ইরানও আগের বছরে ১০টি দেশ থেকে ৬৬৫ মিলিয়ন ডলার মূল্যের চা আমদানি করেছে। যা আগের বছরের তুলনায় ৪৫ দশমিক ৯ শতাংশ বেশি।
ইরানে প্রতি বছর প্রায় ১ লাখ টন চা খাওয়া হয়।গত বছর দেশটিতে প্রায় ২৬ হাজার টন চা উৎপাদন হয়। এর মধ্যে ১০ হাজার টন (৩৮ শতাংশ) প্রাপ্ত উৎপাদন ভর্তুকি এবং যুক্তিসঙ্গত মূল্যের কারণে রপ্তানি করা হয়। সূত্র: তেহরান টাইমস।