সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কেরমানে খেজুর উৎপাদন বাড়ছে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০১৬ 

news-image

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানে চলতি অর্থ বছরে খেজুর উৎপাদনের পরিমাণ ২ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। কেরমানে উৎপাদিত খেজুর দক্ষিণ পূর্ব এশিয়া, পারস্য উপসাগরীয় দেশ ও ইউরোপে রফতানি হয়ে থাকে।

কেরমানের কৃষিমন্ত্রণালয় জানায়, সেখানকার উৎপাদিত খেজুর খুবই উন্নত মানের। খেজুর বাজারজাত করতে প্যাকেজিং শিল্পকে সম্প্রসারণ করা প্রয়োজন বলেও তিনি জানান। এটা করা সম্ভব হলে আন্তর্জাতিক বাজারে কেরমানের খেজুর আরো নজর কাড়বে।

গত বছরের তুলনায় ইরানে এবার খেজুর ১ লাখ টন বেশি উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে অন্তত ৩০ হাজার টন রফতানি বৃদ্ধি পেয়ে মোট খেজুর রফতানির পরিমাণ দাঁড়াবে ২ লাখ টনের বেশি। গত বছর খেজুর রফতানি হয়েছিল ১ দশমিক ১৮ মিলিয়ন টন। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন