মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের উশু ফেডারেশনের নতুন প্রধান সেদিকি

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২০ 

news-image

ইরানের উশু ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমির সেদিকি। রোববার তাকে সংস্থাটির নতুন প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। এদিন সকালে তেহরানের হোটেল ইসতেগললে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৩টি ভোটের মধ্যে তিনি একাই পান ৩৪টি ভোট।

এরআগে সেদিকি উশু ফেডারেশনের সেক্রেটারি এবং সংস্থাটির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রধান হিসেবে বহু বছর কাজ করেছেন।

উশু ফেডারেশনের আগের প্রধান ছিলেন মেহদি আলিনেজাদি। তিনি ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়ায় এই পদ থেকে অব্যাহতি নেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।