মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ই-কমার্স বাণিজ্যের মূল্য ২ বছরে তিনগুণ বেড়েছে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৪ 

news-image

গত দুই বছরে ইরানের ই-কমার্স লেনদেনের পরিমাণ মূল্য বিবেচনায় তিনগুণ বেড়েছে। ইরানের ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আমিন কোলাহদুজান এই তথ্য জানান।তিনি বলেন, আগের ইরানি ক্যালেন্ডার বছরে দেশে ই-কমার্স লেনদেনের পরিমাণ ৩২ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার) বেড়েছে। আগের বছরের তুলনায় এই সেক্টরে ই-কমার্স লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর ইরনার

বৈশ্বিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে বিশ্বে ই-কমার্সের মূল্য ছিল ৪ দশমিক ২১৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৯২১ ট্রিলিয়ন ডলারে। আগের বছরের তুলনায় যা ১৭-শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস