বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আলিপুরের সোনা এবং ওলাদের রৌপ্য জয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৪ 

news-image

ইরানের আমিরহোসেন আলিপুর এবং মাহদি ওলাদ সোমবার ২০২৪ প্যারালিম্পিক গেমসে পুরুষদের শট পুট – এফ১১-এ যথাক্রমে একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতেছেন। আলিপুর ১৪ দশমিক ৭৮ মিটার থ্রো করে প্রথম স্থান এবং ওলাদ ১৩ দশমিক ৮৯ মিটার নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন স্প্যানিশ অ্যাথলেট আলভারো দেল আমো ক্যানো। তিনি ১৩ দশমিক ৩৮ মিটার নিয়ে তৃতীয় স্থান দখল করেন। ইরান এবারের প্যারালিম্পিকের ১০টি খেলায় ৬৫ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছে। সূত্র: তেহরান টাইমস