ইরানি সেনাবাহিনীর হাতে ‘এম৬০’ ট্যাঙ্কের অত্যাধুনিক সংস্করণ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৪
‘এম৬০’ প্রধান যুদ্ধ ট্যাঙ্কের অত্যাধুনিক সংস্করণ হাতে পেল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনী। নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে সোলেইমান ১৪০২।
রোববার আনুষ্ঠানিকভাবে ‘সোলেইমান ১৪০২’ এর মোড়ক উম্মোচন করা হয়। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি এবং ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়মারস হেদারির উপস্থিতিতে মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।
অত্যাধুনিক ট্যাঙ্কগুলির সক্ষমতা বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অগ্নি ঘোষণা, নির্বাপণ ব্যবস্থা, ডিজিটাল ড্যাশবোর্ড, লেজার জ্যামিং এবং সতর্কতা ব্যবস্থা। সূত্র: মেহর নিউজ