বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি কোম্পানিগুলোর ন্যানো পাইপ রপ্তানি ৬০ শতাংশ বৃদ্ধি

পোস্ট হয়েছে: জুন ২৩, ২০১৯ 

news-image

ইরানে ২০১৮ সালে ন্যানো প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ন্যানো পাইপের রপ্তানি শতকরা ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে। ন্যানো প্রযুক্তির মাধ্যমে উন্নত পাইপ উৎপাদনকারী ইরানের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ইরানের পারসা পলিমার শরিফ জানিয়েছে, ইরান ন্যানোট্যাকনোলজি ইনোভেশন কাউন্সিল ( আইএনআইসি ) এর তথ্য অনুয়ায়ী ২০১৮ সালে তার উৎপাদিত পণ্যের ৬০ শতাংশ রপ্তানি বৃদ্ধি  পেয়েছে। যদিও পাইপ ও এর সংযোগ প্রতিষ্ঠানটির প্রধান উৎপাদিত পন্য হলেও বায়োডিগ্রেডেবল প্লাষ্টিকেরও বাণিজ্যিক উৎপাদন রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া গতবছর একটি ইরানি কোম্পানি ন্যানো প্রযুক্তির মাধ্যমে তৈরি ৬ লাখ ডলার মূল্যের ৭০ টন উন্নত টাওয়েল জর্জিয়া, ইরাক ও আজারবাইজানসহ প্রতিবেশি দেশগুলোতে রপ্তানি করেছে। – মেহর নিউজ এজেন্সি ।