ইরানি অ্যানিমেশনের রুশ উৎসবে শীর্ষ পুরস্কার জয়
পোস্ট হয়েছে: মে ১৪, ২০২৪
ইরানের সোরেহ অ্যানিমেশন সেন্টার নির্মিত ‘আ প্যাসেঞ্জার ফ্রম গনোরা’ রাশিয়ার সিওলকোভস্কি ইন্টারন্যাশনাল স্পেস ফিল্ম ফেস্টিভ্যাল (টিসিওলকোভস্কি আইএসএফএফ) থেকে সেরা অ্যানিমেটেড ফিচার পুরস্কারে ভূষিত হয়েছে।
আ প্যাসেঞ্জার ফ্রম গণোরা পরিচালনা করেছেন আহমেদ আলমদার। ছবিটি প্রযোজনা করেন মোহাম্মদ-হোসেন আলমদার।ফিচারটি একটি এলিয়েন সম্পর্কে নির্মাণ করা। সে পৃথিবীতে ভ্রমণ করে এবং একটি প্রতিবন্ধী ছেলে এবং তার বন্ধুদের সাহায্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৫ম আসর ১২ থেকে ১৬ এপ্রিল রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কালুগায় অনুষ্ঠিত হয়। সূত্র- ইরনা