ইমাম হাসান (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত
পোস্ট হয়েছে: মে ১০, ২০২০
ইরানে ১৫ই রমজান বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাতে ইরানের বিপুল সংখ্যক কবি ও লেখক দিবসটি উদযাপন করেন। এছাড়া ফারসি-ভাষী কয়েকটি দেশেও এদিন রাতে ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী পালন করা হয়।
রাজধানী তেহরানের আর্ট ব্যুরোতে ‘ভিজিটিং দ্যা মুন’ শিরোনামে এবারের জন্মদিবস পালন করা হয়। ইসলামিক মতাদর্শ প্রচার সংস্থার পরিচালক হোজ্জাতুল ইসলাম কোমি, আর্ট ব্যুরোর পরিচালক মোহসেন মোমেনি-শরিফ ও অন্যান্য কয়েক জন সাংস্কৃতিক কর্মকর্তা এই উদযাপনে শরিক হন।
প্রতিবছর সাধারণত ১৪ রমজান ইমামের জন্মদিবসের প্রারম্ভে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনেয়ীর সাথে কবি ও সাহিত্যিকদের বার্ষিক বৈঠকে দিবসটি উদযাপন করা হয়। কিন্তু এবার কোভিড-১৯ মহামারির জন্য বৈঠকটি বাতিল করা হয়। তবে ইমামের জন্মদিবসে কবি ও লেখকরা নতুন নতুন কবিতা পাঠ করেছেন এবং লেখনী পড়ে শুনিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।