মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইতালিতে দুই ইরানি অ্যানিমেশনের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০২৪ 

news-image

ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালের ২৭তম আসরে দুটি পুরস্কার পেয়েছে ইরানি অ্যানিমেটররা। গত সপ্তাহে সমাপনী অনুষ্ঠানে এসব পুরস্কার দেওয়া হয়।

শর্ট অ্যানিমেশন ‘দ্য ডিয়ার’ এর জন্য সেরা অ্যানিমেশন পুরস্কার জিতেছেন ইরানি নির্মাতা বারান সেদিঘিয়ান। শর্ট অ্যানিমেশন ‘ফিনিক্স’-এর জন্য বিশেষ জুরি মেনশনে ভূষিত হয়েছেন মোনা শামস। খবর ইসনার

প্রতিযোগিতায় ৩২টি দেশ থেকে ৬৪টি চলচ্চিত্র অংশ নেয়। ইরানি প্রযোজক এবং গবেষক ফাতেমে জাভেরসাজ সহ আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের শীর্ষস্থানীয় পেশাদারদের সমন্বয়ে আন্তর্জাতিক জুরি গঠিত হয়। সূত্র: তেহরান টাইমস